DIARY OF DREAMS AND IT’S DECONSTRUCTION by ANINDITA DATTA

নষ্ট সময় স্বপ্ন শহরে – অনিন্দিতা দত্ত স্বপ্নের দিনলিপি। নিথর লিপির জীবাশ্ম। চিহ্নহীন ছাই ভস্ম। তবু সেই অলীক শরীর আর তার জলছাপ। পায়ে পায়ে ফোঁটা ফোঁটা। বিস্মৃতির ভয়ে কাঁটা। অজগর তেড়ে আসে। ধেয়ে আসে জ্যান্ত সময়। খুবলে খায়, ডুবে যায় স্বপ্নদেহ। কালিয়াদহে তবু নাটুকে পুরাণ। বীভৎস তাণ্ডব নৃত্যে খণ্ড খণ্ড টুকরো। আর নাটকায়ন। বেওয়ারিশ স্বপ্ন ভ্রুণের মতো জরায়ু দাপায়। […]
Read more