শান্তনু ঘোষ। পেশায় মনোচিকিৎসক। প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ- 'এই ঈশ্বর নেই ঈশ্বর', প্রকাশ- ২০১৬, প্রকাশক- ধানসিড়ি, কোলকাতা, বইটি ব্যতিক্রমী ভাষা ও আঙ্গিকের এক উল্লেখযোগ্য নিদর্শন। পরের প্রকাশনা - এল সালভাদেরোর দুই প্রতিবাদী কবি রোকে দালতোন ও ক্ল্যারিবেল আলেগ্রিয়ার নির্বাচিত কবিতার অনূদিত সংকলন - 'সূর্য ডানার চিল', প্রকাশ- ২০১৭, প্রকাশক- কবিতীর্থ, কোলকাতা। তৃতীয় প্রকাশনা- 'শরীরের সাক্ষাৎকার',প্রকাশ- ২০১৮, প্রকাশক- গাঙচিল, কোলকাতা, সহ লেখক- অনিন্দিতা দত্ত। চতুর্থ গ্রন্থ - 'আত্মহত্যার কথকতা', সম্পাদিত বই, যৌথ সম্পাদনায় অনিন্দিতা দত্ত, প্রকাশনা - এবং মুশায়েরা, কোলকাতা, ২০২০ । এছাড়া বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে কবিতা ও গদ্য।