Poems By Munira Mehek

১.
শুনতে পাই অন্ধ বাদুরের হৃদপিন্ডের আওয়াজ
কোথায় আজ তুমি
স্বর্গের দুয়ার ছেড়ে দাড়ালে যদি আমার পথে
শূন্য বাগান ঘিরে হাওয়া
শূন্য হৃদয় ছিড়ে খেতে চায়না হায়েনা শাবক
অন্ধ বাদুর চলে যায় তার চোখ দু’টো নিয়ে
দুর্ভিক্ষ মাখা আমাদের শহরে
২.
জল কেটে বানিয়েছি ডানাহীন ঘোড়া
আগুনের ছায়ায় বসে দেখি কিছু উপোস ঘাস
ঘাড়ের উপর সেই চেনা মৃতের চোখ
যারে অন্ধ করে দিয়েছে বেহেশতের হাওয়া
আর ঘোড়াটি নাই
ডানার পালকেরা ছুয়ে গেছে কবরে পড়ে থাকা করোটী
কোন দিকে হাত ছুঠে যায়
ঝড়ের আগাম চুম্বন নিয়ে আসে না শ্যাম বাড়ি
এমন চাতক আমি ডুবেছি আনন্দধারায়
৩.
দূরবীনে চোখ রেখে বুঝি মাদাগাস্কার দেখা যায়
বর্ষার জলের ভেতর খা খা রোদ শুয়ে থাকে
এমন কলঙ্ক নিয়ে শ্যাম বাড়ি ফিরে আসে
কোথায় কালিমাখা পথ
ঘাসের উপর চকিত হরিণ ফেলে গেছে দুই পা
আর খাঁচা থেকে পাখি
হাওয়াই শার্ট পরে উড়ে যাচ্ছে পোষা পাতিহাঁস গুলো
মাদাগাস্কার থেকে হয়তো হাওয়ারা আসে
পিতলের চোখ নিয়ে আমার দরজায় দাড়ায়
অন্ধ বাতির নিচে কে ফেলে গেছে কামার্ত হাসি
শ্যাম ফিরে আসো ডুবে যাওয়া মাস্তুলে চড়ে —

মুনিরা মেহেক। কবি। জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৯৩, সিলেট। পেশায় গৃহিণী। গৃহকর্মের সাথে কবিতা হয়ে উঠলো সতীন সম। আপাতত কবিতা নিয়েই আছি, কবিতাই লেখছি। লেখার মাধ্যমে নিজেকেই যেন ছড়িয়ে দিচ্ছি। আমি চাই পৃথিবীর সকলেই আনন্দে থাকুক, ভালবাসা নিয়ে।
©All Rights reserved by Torkito Tarjoni