পাখিরা মাঝে মাঝে একাকীত্ব থেকেই এইসব রাস্তায় হেঁটে চলে শহুরে ঘিঞ্জি রাস্তাগুলোতে আমাদের ক্লান্তির মাঝে তাদের এই হেঁটে যাওয়া এই এক অনন্ত নীরবতা
যেকোনও সুন্দরই আসলে এক নীরবতা যা কোনওভাবে তালুর মধ্যে এঁটে তুলতে পারেন না কেউ-ই।
অথচ কী নির্মম শুধু খাঁচাই বানাতে শিখেছি আমরা
তাদের জন্য নিজেদের জন্য সকলের জন্য।
স্নান
ফাল্গুনের দুপুর এমন এক বালক যার শরীর বৃদ্ধি পেয়েছে মনের থেকে বেশি
বাসনের শব্দ আগুন নেভানোর চাবিতে মায়ের চিহ্নগুলো রয়ে যায়
জল ভরা হয় না একটিও বালতিতে
শূন্য বালতি নীরবে স্নানের কথা ভাবে
তার গায়ে জলের দাগগুলো
যেন বহুদিন ধরে মানুষের শরীর থেকে সমস্ত অপমান ধুয়ে চলে যাওয়া।
Deep Sekhar Chakraborty
দীপ শেখর চক্রবর্তীর জন্ম ও বেড়ে ওঠা বারাসাতে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতোকোত্তর পাশ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা সম্পূর্ণ করেছেন। লেখালিখির সূত্রপাত স্কুল জীবনে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা এবং ছবি দেখা তার প্রিয় শখ। দেশ বিদেশের সিনেমার প্রতি তার অসীম আগ্রহ রয়েছে। মার্কেজ, কাফকা, টনি মরিসন, ফকনার, জেমস জয়েস, বিভূতিভূষণতার প্রিয় লেখকদের অন্যতম।প্রিয় রঙ তার - গাঢ় নীল।