poems by bitasta ghoshal

বাঁধা পড়ে আছি
মুহূর্তের কাছে রেখে এসেছি নিজেকে
যে মুহূর্তগুলো একাই জন্মায়
গান গায়,নাচ করে,কথা বলে
অথচ একটা রেখাও স্পর্শ করে না
কেবল বয়ে চলে
বয়ে চলে নদীর মতো
মেঘের মতো
কোনও সীমানা না মেনে
মুহূর্তর কোনও দেশ কাল স্থান নেই
আসে যায় নিজের মতো,নিজের জন্য
রেখে যায় কিছু দাগ আর
নিষ্পলক চাহনি..
মুহূর্তের কাছে বাঁধা রেখেছি
তাই নিজেকে…।
অভিমান
একরাশ অভিযোগ নিয়ে বসে আছি
তুমি এলেই উপুড় করে দেব
ভেবো না অভিমান জমে আছে
মান অভিমানের পর্বটা গত জন্মে
ছেড়ে এসেছি
ঠিক যেমন করে রেখে এসেছি বিষাদ
কান্না দুঃখ
এখন আর আনন্দ হয় না
কাশফুলগুলো সাদা থেকে সোনালী
তারপর ঝরে গেলো
খুঁজি না সাদা বকের সারি
বয়স অনেকটাই হল।
আর কি চু কিত কিত খেলতে পারি?
সেই হাত ধরা,পায়ে পায়ে পেড়িয়ে যাওয়া
বিকেলের রোদ শিহরণ আনে না
তার চেয়ে ঢের ভালো পড়ন্ত সূর্যের
টুপ করে নিভে যাওয়া আলো
সেই রেশটুকু নিয়েই অভিযোগ জানাব
বলে এখনো দরজাটা খোলা রেখেছি-
খেলা
খেলা শেষ হলে ফিরে আসি বিষাদের কাছে
ঠিক যেমন করে সর্সে ফুলগুলো ঝরে গেলে
একা মাঠ পড়ে থাকে মাটি ছুঁয়ে
##
মন ভাঙা হলে এসে দাঁড়াই আয়নার কাছে
প্রতিচ্ছবি কাচের ওপর কাটাকুটি খেলে
রাতের শূন্যতার মতো
অন্ধকারে পেঁচার ক্লান্ত হাতছানি
চলে অবিরত
#
তোমার সঙ্গে কথা ফুরালে
চুপিচুপি নিজের সঙ্গে কথা শুরু করি
ঠিক যেমন সমুদ্র চাঁদের টানে একাই পার ভাঙে
তেমন করেই আছড়ে পড়ি
বালিচরে
সেখানেই ডুবে যেতে চাই
যতটা ডুবলে তুমি আর ছুঁতে পারবে না
এই নির্জনতাকে

বিতস্তা ঘোষাল গল্পকার, কবি,প্রাবন্ধিক ও অনুবাদক। জন্ম ৫ জানুয়ারি, কলকাতায়। ইতিহাসে এম এ, লাইব্রেরি সায়েন্সে বি.লিস। কলেজে সাময়িক অধ্যাপনা। অনুবাদ সাহিত্যের একমাত্র পত্রিকা ‘অনুবাদ পত্রিকা’-র সম্পাদক। ভাষা সংসদের কর্ণধার। ‘বাংলা আকাডেমি’, ‘একান্তর কথা সাহিত্যিক’, ‘চলন্তিকা’ সহ একাধিক পুরস্কারপ্রাপ্ত। বিতস্তার প্রকাশিত বই ২৯টি। তাঁর কবিতা হিন্দি, ওড়িয়া, অসমিয়া ও ইংরেজিতে অনুবাদ হয়েছে। তাঁর প্যাশন নাচ।
©All Rights Reserved by Torkito Tarjoni
ভালো লাগল আপনার কবিতা।
Tinti kobitai khub bhalo laglo. Khela kobitai rupak / upomar khub shundar proyog hoyechhe.