চুড়ির গায়ে লেখা ছিল না খ্রিস্টাব্দ আদিম টিয়ারঙ দেখে বুঝে নিয়েছি মধ্যযুগ সাদা রঙের ওপর সোনালি ছিটে যে চুড়িগুলোতে ওগুলি ঈদের উপহার, কালচে মেহেন্দি রঙের সঙ্গে মানাত বেশ মেয়েদের ইতিহাস জানা সহজ খুব, হরপ্পা, মেসোপটেমিয়া চুড়ি, ঠোঁটের রঙ, পায়ের হাঁসুলি সব স্তরভেদে পেয়েছে সভ্যতা সে বাজাচ্ছে বীণা, মাংস পুড়িয়ে কাবাব, হাতে লন্ঠণ কিংবা রবাব সবই আসান শুধু মেয়েটির মন, গোলাপি গোপন… জানতে পারা কঠিন পশুপতিনাথ, অর্ধনারীশ্বর, অবলোকিতেশ্বর, কালভৈরব সবাই ডাহা ফেল আলেক্সজান্ডার কানিংহাম, রাখালদাস বন্দোপাধ্যায় খুঁড়েছেন নিত্যদিন দু হাজার বছরের পুরনো নদী কিংবা পটের বিবি সেজে থাকা আমি সকলেই বলবে একই কথা… তোমাদের হৃদয়ের মখমলি মরসুম জানা হয়নি কিচ্ছু।
SAMARPITA GHATAK
সমর্পিতা ঘটক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। কবিতা ছাড়াও বিভিন্ন বিষয়ের প্রবন্ধ প্রকাশিত হয়েছে ছোট বড় পত্রিকায়। প্রিয় বিষয়- সাহিত্য ,চলচ্চিত্র এবং ভ্রমণ।
সুপাঠ্য এবং গভীর।
প্রতিক্রিয়া পেয়ে খুব ভালো লাগল। ধন্যবাদ।
অসামান্য লিখেছো কবিতাটা। কবিতার আবর্তনে ঘুরছি।