ভুলে যাই। তারপর একটা স্বর্গের মধ্যে বাস করি। কিংবা, নরকে। আকর্ষ ঝুলছিল। তুলে নিয়েছে কেউ। এই তো,সদ্য আজ সকালের আকাশ কী রঙের চাদর গায়ে জড়িয়েছিল, তাও মনে নেই! শুধু মনে আছে,পোকায় কাটা কাপড়, ফুটো দিয়ে রক্ত ঝরে পড়ছে। গ্যাস ধরানোর স্মৃতি ভুলে গিয়ে স্টোভ জ্বেলে চা করছি। দুটো কাপ সাজালাম কেন, মনে পড়ছে না। সব চুকেবুকে গিয়ে, হাসপাতালের গন্ধ লেগে থাকে।আর,কার যেন শিয়রে জেগে-থাকা আশ্চর্য আলো! মাথায় বাড়ি মেরে মেরে ঢুকে গেছিল তো, তাই ভুলতে পারি না
(ঋণ:শঙ্খ ঘোষ)
চৈতালী চট্টোপাধ্যায়
চৈতালী চট্টোপাধ্যায়ের পাঠ্যবিষয় পদার্থবির্থ জ্ঞান হলেও,বিষয়ান্তর, সাহিত্য।ধ্যান, কবিতা। কিন্তু গদ্যেও স্বচ্ছন্দ বিচরণ।
অসংখ্য গদ্য ও পদ্যবই প্রকাশিত। ওঁর বই দেশি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। পেয়েছেন সরকারি বেসরকারি নানা সম্মাননা।ভালোবাসেন গান,ভ্রমণ ও বন্ধুতা।
ভালো লাগল কবিতাটা।