নগ্নতা টুকু আড়াল করবো বলে চোখের ভেতর মুখ লুকাই ! একটা মুখ ঢাকতে পকেটের ফাক দিয়ে বেড়িয়ে পরে হাজার বছরের পু্রোনো কাকতালীয় সব মুখোশ ।
আমি রঙ করি সেই সব গোপনীয়তা আয়নায় বুদবুদ হয়ে ফুটে ওঠে প্রারম্ভিক রতিচিহ্ন।
বড়োই পীড়াদায়ক..
তুমি কি ছুঁয়েছো এই উপাদেয় অবগাহন ?
চলো, এই নির্জন কথোপকথনে খানিক মধুবনী পেন্টিং করি ।
MOHONA MAJUMDER
Mohona Majumder was born in Kolkata, India .She has completed her masters in mathematics .But life has taught her with many ups and downs , pen is the ultimate weapon to express each and every feelings. Generally she writes in several magazines in Bengali as well as English. Her first published E book in Bengali language is "যতটা অপ্রকাশিত".